Advertisement
জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন ও গাঁজা সহ একজনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গ্রেফতারী পরোয়ানা আসামী ১। মোঃ মোহব্বত শেখ, পিতা-মৃত কাশেম শেখ, সাং-বারবাকপুর, ২। আকলিমা বেগম, স্বামী-জসিম উদ্দীন, ৩। শাহানাজ পারভীন, স্বামী-মোঃ ইফাজউদ্দিন, সাং-লক্ষীপুর (পূর্বপাড়া), ৪। মোছাঃ ইরানী খাতুন, স্বামী-আওয়াল, সাং-বামনআলী, ৫। রিনা (৩৯), স্বামী-শেখ মফিজুর রহমান, সাং-বামনআলী, ৬। মোসাঃ রাশিদা বেগম, স্বামী-মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, ৭। মোঃ মশিয়ার রহমান বিশ্বাস, পিতা-মৃত ওয়াজেদ বিশ্বাস, উভয় সাং-চান্দা, ৮। মোঃ জুয়েল রানা, পিতা-মনিরুল ইসলাম, সাং-আজমপুর, ৯। রনজু মিয়া, পিতা- মৃত ঈমান আলী মিস্ত্রি, সাং- শ্রীরামকাটি, ১০। মোঃ আশরাফুল ইসলাম সাশা, পিতা- মোঃ সবুর গাজী, সাং-নাভারন কলোনী,
১১। মোঃ আজিজুর রহমান রাব্বী, পিতা- মোঃ আঃ জলিল, সাং- আটলিয়া, ১২। মোঃ আমির হোসেন, পিতা- মোঃ সুলতান, সাং- কালিয়ানী, ১৩। আরিফুর রহমান বাপ্পি, পিতা-খলিলুর রহমান, সাং-রাজাপুর
১৪। মোঃ নূর বক্স(৫৬), পিতা-মৃত আব্দুল লতিফ ,স্থায়ী: গ্রাম বল্লা ও ২৫০ গ্রাম গাঁজা সহ আসামি ১৫। শওকত আলী (৬০), পিতা মৃত ইলাহী বিশ্বাস, গ্রাম গঙ্গানন্দপুর ঝিকরগাছা থানাধীন যশোর জেলার বাসিন্দা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।