lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-14T05:18:22Z
সারাদেশ

সাংবাদিকদের সাথে দোয়ারাবাজার থানার ওসির মতবিনিময়

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আইনশৃংখলা পরিস্থতি নিয়ে মতবিনিময় সভা করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ওসি কার্যালয়ে এ মতবিনিময় করেন তিনি।  

 


এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি বদরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস,চোরাচালান,ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। 



মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান।


 

এসময় এলাকার মাদক-জুয়া,চোরাচালান, চুরি-ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। 



মতবিনিময়ে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম,সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া,সহ-সভাপতি দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি  শাহজাহান আকন্দ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  দৈনিক আমার সংবাদ ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি এনামুল কবির মুন্না,যুগ্ম-সাধারণ সম্পাদক  দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সিলেট বানী প্রতিনিধি সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শাহ মাশুক নাইম,সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জাগ্রত সিলেট প্রতিনিধি সুমন আহমদ,ক্রিড়া সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি  মাসুদ রানা সোহাগ,দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ফরিদ আহমদ,দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া,এসআই আছলাম উদ্দিন প্রমুখ।