lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-09T15:07:14Z
জাতীয়

শিশু শিক্ষার্থীদের নিজের হাতে মিষ্টি মুখে তুলে দিলেন নবনির্বাচিত এমপি আব্দুর রহমান

Advertisement


সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়ে শিশু শিক্ষার্থীদের নিজহাতে মিস্টি খাওয়ালেন ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। 



নির্বাচনের দুইদিন পর আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তিন উপজেলার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন তাঁর নিজগ্রাম কামালদিয়ায়।



সেই সাথে মধুখালী উপজেলার কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিশু শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান তাঁকে। এ সময় বিভিন্ন এলাকা আগত নেতাকর্মীদের মিস্টি খাওয়ানো হয়। আর কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিজহাতে মিস্টি মুখ করান আব্দুর রহমান।



জানা যায়, ফরিদপুর-১ আসনে কোনো সংঘাত ছাড়াই ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জনের মধ্যে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৯৬টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৩২জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ৮৪ হাজার ৯৮৯ জন ভোট পেয়েছেন।



প্রাপ্ত ভোট অনুযায়ী এ আসনে ৪৯.৬৩ শতাংশ ভোট পড়েছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরো ৩ প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) শাহ মোহাম্মদ আবু জাফর পেয়েছেন ২২ হাজার ৪৬৫ ভোট, জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির  মো. নুর ইসলাম শিকদার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৯ ভোট। 



নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান গতকাল ৭ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেই গত সোমবার সকাল থেকে রাত অবধি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।



বিজয়ের পর তৃণমূলের নেতাকর্মীরা তাঁকে কাছে পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য ছিলেন তিনি। দুইবার এমপি হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন।



একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আলোচনায় থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুইবারের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন।