lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-10T11:54:43Z
জাতীয় নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে মোট ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।  ১০ জানুয়ারী বুধবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। নির্বাচন অফিস জানায়, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৩ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লাহ (ঈগল), ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম (মিনার) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো: রাজিউল ইসলামের জামানত বাজেয়াপ্ত হয়। অন্যদিকে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল কাদের (সোফা), জাতীয় পার্টির প্রার্থী মোছা: নুরুন নাহার বেগম (লাঙ্গল) ও বাংলাদেশ কংগ্রেসের মোছা: রিম্পা আকতার (ডাব)’র জামানত বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোছা: আশা মনি (ঈগল) ও বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান সরকার (কুলা)’র জামানত বাজেয়াপ্ত হয়।