lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-04T12:36:09Z
রাজনীতি

লালপুরে নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

Advertisement


নাটোর জেলা প্রতিনিধি:


নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য নৌকায় ভোট চাওয়ায় অভিযোগে লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশে  জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।



দলীয় নেতা-কর্মীরা বলছেন, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় লালপুর উপজেলার বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটোর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য ছিদ্দিক আলী মিষ্টু ভোট চাওয়ায় বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। 



ওই অনুষ্ঠানে বিএনপির নেতা মিষ্টু বলেন, আমি আপনাদের কাছে আমার মামার (শহিদুল ইসলাম বকুল) জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আগামী ৭ জানুয়ারি মামা যে নির্বাচন করছেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা সবাই মামাকে ভোট দেবেন, ইনশাল্লাহ।



এবিষয়ে সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ওই অনুষ্ঠানের বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেছে। আমি বিএনপির সঙ্গে আছি, আগামীতেও থাকব।



আর লালপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ‘উপজেলা বিএনপির ব্যাপারে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিষ্টু উন্মুক্ত জনসভায় বক্তব্য রেখেছেন, যা সবাই জানেন। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।