lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-22T08:11:30Z
শিক্ষা

শৈত্যপ্রবাহের কারনে পাবনার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ

Advertisement


এস এম আদনান উদ্দিন :


ঘনকুয়াশা ও তীব্র শীতের মুখে পাবনার সকল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের একাডেমিক কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) মধ্যরাতে জেলা প্রাথমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে বিদ্যালয়গুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে।



নোটিশ দুটিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি ঈশ্বরদী, পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। একারণে প্রাথমিক শিক্ষার রজাশাহী বিভাগীয় উপপরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার (২২ জানুয়ারি) একদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল বন্ধ রাখতে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।



গত কয়েকদিন ধরেই ঈশ্বরদী উপজেলাসহ পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, গত শুক্রবার (১৯ জানুয়ারি) গড় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার তা কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এরপর গতকাল (রবিবার) তা আরো কমে হয়েছিলো ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।



সোমবারে রেকর্ডকৃত তাপমাত্রার ব্যাপারে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার রেকর্ডেও তাপমাত্রা একই রয়েছে। এ মৌসুমে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।



রঞ্জন আরো বলেন, মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।



এদিকে শীতের তীব্রতায় মধ্যরাতে স্কুল বন্ধের নির্দেশনা দেয়া হলেও অভিভাবক ও শিক্ষার্থীদের অধিকাংশই না জানার কারণে সকালে স্কুলে এসে ফিরে যেতে হয়েছে তাদের। এতে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।



এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা বলেন, নির্দেশনা অনেক দেরিতে আসার ফলে অনেককেই জানানো সম্ভব নাও হতে পারে। তবে উপজেলা অফিসারদের সকল প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবগত করতে নির্দেশনা দেয়া ছিলো। তিনি বলেন, তাপমাত্রা আরো কমলে বা একই থাকলে আগামীকালও স্কুল বন্ধ রাখার নির্দেশনা আসতে পারে।