Advertisement
মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৯৯৭ সালের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃষক মো. আলীম উদ্দিন ও আমেনা বেগম দম্পত্তির মেয়ে ৮ বছর বয়সী শিশু আনোয়ারা হারিয়ে যায়। প্রথম কয়েক বছর মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন বাবা মা।
কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় অলৌকিক ভাবে হাড়িয়ে যাওয়ার ২৬ বছর পর সন্তান হারা বাবা মা আবারও তাদের মেয়ে আনোয়ারাকে খুঁজে পেয়েছেন। আমেনা খাতুন এখন ৩ সন্তানের জননী, আনোয়ারা ফিরে আসায় তাদের বাড়িসহ ওই এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
সরেজমিনে শুক্রবার শাহজাদপুর পৌর শহরের রুপপুর নতুনপাড়ায় আনোয়ারাদের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের বাড়িতে পিঠার আয়োজন চলছে। বাড়ির সকল সদস্যই অনেক আনন্দিত, প্রতিবেশীরাও তাদের বাড়িতে আনোয়ারা ও তার ছেলে মেয়েদের দেখতে ভিড় করছে।
আনোয়ারা খাতুনের পিতা দরিদ্র কৃষক আলীম উদ্দিন জানান, ২ মেয়ে ১ ছেলের মধ্যে আনোয়ারা সবার বড়। অভাবের সংসারে সামান্য স্বচ্ছলতা আনতে মেয়েকে ঢাকায় গৃহকর্মীর কাজ করতে পাঠায়। সেখান থেকে আনোয়ারা হারিয়ে যায়।
তিনি আরও জানান, আনোয়ারা হারিয়ে যাওয়ার পর বেশকয়েক বছর বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ইউটিউবে আরজে কিবরিয়ার একটি ভিডিওতে আনোয়ারার বিষয় জানতে পেরে আমরা তার সাথে যোগাযোগ করি। এতোদিন পর মেয়েকে ফিরে পেয়ে তারা অনেক আনন্দিত, তাদের জীবনের মেয়েকে দেখার শেষ আশা পুরন করেছেন আল্লাহপাক।
এই বিষয়ে হারিয়ে যাওয়া আনোয়ারা জানায়, আমার বাবা মা আমাকে ঢাকায় যে বাড়িতে কাজ করতে পাঠায়েছিল তারা আমাকে মারধর করতো। সেখান থেকে আমি পালিয়ে মুন্সিগঞ্জে যাই, রাস্তায় আমি কান্নাকাটি করলে আমার বর্তমান শশুর আমাকে বাড়িতে নিয়ে যায়। তারাও আমার বাবা মা কে খোঁজ করেছে কিন্তু আমি ঠিকানা জানতাম না। পরে ১২ বছর বয়সে তার ছেলের সাথে আমাকে বিয়ে দেয়।