Advertisement
মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করা কালীন সময়ে যমুনা ও বাঙ্গালী নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান ও এলাকার সার্বিক উনয়ন করার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু অংশগ্রহণ ও প্রতিযোগিতা মূলক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যে কেউ নির্বাচন করতে পারবে তাই ভোটের মাঠে এসেছি বলে জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের স্বতন্ত্র তবলা মার্কার প্রার্থী শাহাজাদী আলম লিপি। তিনি বলেন, বর্তমানে বেকারত্ব সমস্যা বেশি এ সমস্যা দূর করার জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই সারিয়াকান্দি-সোনাতলায় যদি একটি ইপিজেড তৈরি করা যায় তাহলে অনেকের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ অনেক কষ্টে বসবাস করেন। তারা জমিতে বিভিন্ন রকমের ফসল ফলান। নদী পারাপার ও যাতায়াতে তেমন কোনো সুবিধা না থাকায় তারা ভালো মূল্য পান না। আমি চলাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। সারিয়াকান্দি-সোনাতলাকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, আমি যেখানে যাচ্ছি সেখানে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ যে আমাকে ভালবাসে নির্বাচনে না আসলে আমি জানতেই পারতাম না। যেখানে যাচ্ছি জনগণকে আমি পাশে পাচ্ছি। তিনি দলীয় প্রার্থীর বিষয়ে অভিযোগ করে বলেন, আমি নির্বাচনে আসায় এবং আমার জন সমর্থন দেখে দলীয় প্রার্থী আমাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, যত বাধা আসুক না কেন ভোটের মাঠে জনগণ তবলা মার্কাকেই বেছে নিবেন। তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট কামনা করেন। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট যদি হয় এবং জনগণ যদি ভোটের মাঠে আসতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে তাহলে ইনশাআল্লাহ তবলা মার্কা নিয়ে আমি বিজয় লাভ করব। ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হবে বলেও তিনি আশা করেন। তিনি সারিয়াকান্দি-সোনাতলা বাসীর সকল ভোটারদেরকে তবলা মার্কায় একটি করে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।