lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-23T04:42:43Z
ধর্ম

রংপুরের পীরগাছা তাম্বুলপুরে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন "

Advertisement


 

রংপুর জেলা প্রতিনিধিঃ  রবীন্দ্রনাথ সরকার রিপন রংপুরে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকায় ও মানবজাতির মঙ্গলার্থে  তাম্বুলপুর সকল ভক্ত বৃন্দের উদ্যেগে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্টান ও লীলা কীর্তনের আয়োজন করেছেন। অনুষ্ঠানটি ২৩ শে জানুয়ারি মঙ্গলবার অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে এবং ২৪ শে জানুয়ারি (বুধবার)  মহনাম যজ্ঞানুষ্টান। ২৫ জানুয়ারি অষ্টলীলা কীর্তন  অনুষ্ঠিত হবে।    

  এসময় মহানাম পরিবেশন করবেন দূর দূরান্ত থেকে আগত দল রাধা -গোবিন্দ সম্প্রদায়, গংগাচড়া। জয় রাঁধা মাধব সম্প্রদায় মিঠাপুকুর,সৎ সঙ্গ সম্প্রদায়,পীরগাছা। রাধা রমনী সম্প্রদায় পীরগন্জ,  যশোদা নন্দন সম্প্রদায়, কালীগঞ্জ।গৌড় নীতাই সম্প্রদায়, কুড়িগ্রাম  এবং লীলা কীর্তন পরিবেশন করবেন ভারত থেকে আগত পাপিয়া দাস (বৈষ্ণব), শ্রী মতি কৃষ্ণা রানী, ফরিদপুর। শ্রী চৈতন্য দাস উত্তম, যশোর। শ্রী চিত্ররঞ্জন দাস, টাঙ্গাইল। 

অনুষ্ঠানটি দেখার জন্য  সকল সনাতনী ভক্তবৃন্দের আমন্ত্রণ জানিয়েছেন অত্র অনুষ্ঠানের কমিটি।