Advertisement
ছবি : বাংলাদেশ প্রকাশ |
জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৬-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নে বিজয়ী প্রার্থী, নবনির্বাচিত সংসদ সদস্য, ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও ঝিকরগাছার দৌলতুন্নেছা-ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে ঝিকরগাছায় ফিরেছেন। যশোর বিমান বন্দরেই নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে জয় বাংলা ও জয়বন্ধু ধ্বনিতে মুখোরিত করে যশোর বিমান বন্দর।
এসময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে জনগণের রায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নৌকার বিজয়। নৌকা প্রতীকের প্রতি প্রাণপ্রিয় যশোর-২ এর এলাকাবাসীর আস্থা ও ভালোবাসায় ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। এই বিজয়কে পুঁজি করে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন কর্মী। নান্দনিক স্মার্ট চৌগাছা-ঝিকরগাছা গড়ে তোলার লক্ষে আমি একজন কারিগর হয়ে সবার প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপদান করবো ইনশাআল্লাহ্। সবাই আমার জন্য দোয়া করবেন।
শনিবার সকালে যশোর বিমান বন্দরে ফুলেল শুভেচছা জানাতে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ সহ চৌগাছা-ঝিকরগাছার স্থানীয় পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।