lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-03T07:56:19Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে বিয়ের প্রলোভোণ দেখিয়ে মাসের পর মাস নারীকে যৌন হয়রানির অভিযোগ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

অভিযোগ থেকে জানা যায় পঞ্চগড় পৌর শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা এক নারীকে বিয়ে করার আশা দিয়ে  মাসের পর মাস স্ত্রীর মতো ব্যবহার করেছেন সাগর নামের এক লম্পট। 


সাগর পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী (হান্নান শেখ ট্রেডাস এর আবুল খায়ের ঢেউ টিন সেক্টর এর এরিয়া ম্যানেজার হিসেবে  কর্মরত), ওই নারীর অভিযোগ সাগর বিয়ে করবে বলে তার আগের স্বামীকে তালাক দিতে বলে, মোঃ সাগরের কথা মত ওই নারী তার স্বামীকে তালাক দেয়। এবং স্বামী স্ত্রীর মত মেলামেশা করতে থাকে একপর্যায়ে ওই নারী  চার মাসের অন্তর সত্তা হয়ে পড়ে।


 এমনতা অবস্থায় মেয়েটি  সাগরকে বিয়ের কথা বললে, সাগর বলে তোমার গর্ভের বাচ্চা নষ্ট করো কেননা আমাদের বিয়ের পর আমরা বাচ্চা নেব। এভাবে প্রতারণা করে মেয়েটির গর্ভের বাচ্চা নষ্ট করায় লম্পট  সাগর। 



এ বিষয়ে মোঃ সাগরের সাথে কথা হলে সাগর বেশ কয়জন পাতি নেতা নিয়ে এসে বলে এসব কথা  বানোয়াট মিথ্যা আপনাদেরকে যেহেতু অভিযোগ করেছে নিউজ করেন আমিতো পঞ্চগড় থেকে বদলী হয়ে যাব কি করতে পারবে আমাকে।


 মোঃ সাগর এর স্থায়ী ঠিকানা নওগাঁ জেলা, বদলগাছি গ্রামে পিতার নাম আলী আহমেদ, মাতা মাসুদা বেগম, সাগরের বর্তমান ঠিকানা পঞ্চগড় পৌর শহরের কামাত পাড়া ভাড়া বাসায়।