lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-05T05:26:41Z
জাতীয়

মহেশখালীতে ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে সকল মিথ্যাচারের জবাব দেবেন- এমপি আাশেক

Advertisement


 

নুরুল করিম (স্টাফ রিপোর্টার) মহেশখালী:-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর নির্বাচনী জনসভায় নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। 


উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বড় মহেশখালী নতুন বাজার মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার শুরুতে  উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হতে থাকে। এসময় জনসভা স্থল জনসমুদ্রে পরিনত হয়।


এতে বড় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাঁশি সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখছেন বর্তমান সংসদ, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।


এতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসানুল করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন..কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান মাবু, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বিএ, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, ব্রজ গোপাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড ছালেহ আহমদ, হোয়ানক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম চৌধুরী, মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, জিহাদ বিন আলী, কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন'সহ মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। 


উক্ত নির্বাচনী পথসভা বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা তুলে ধরে বলেন, আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক কে জয়যুক্ত করার আহ্বান জানান।