lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-06T12:57:28Z
আইন ও অপরাধ

আমতলীতে পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন

Advertisement


আমতলী (বরগুনা) প্রতিনিধি:


আমতলী উপজেলার পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ কেন্দ্রগুলোতে আগুন দেয়া হয়। স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে। 



জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোট চেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। কেন্দ্রগুলো হলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদ্রাসা কেন্দ্র, মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পৌরসভার ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দ্রæত স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কেন্দ্রে আগুন দিয়েছে। 



চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ইমাম হোসাইন বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয় এবং লাইব্রেরীর সামনে আগুন দেয়। স্থানীয়রা দেখে আগুন নিয়ন্ত্রন আনে। এতে ক্ষতি হয়নি।



প্রত্যক্ষদর্শী ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিফাত ও কুলসুম বলেন, আগুন দেয়ার খবর পেয়ে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে বিদ্যালয় ভবনের টিনের বেড়ায় আগুন লেগে সামান্য পুড়ে গেছে। 



আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। কোন ক্ষয়-ক্ষতি হয়নি। আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।