Advertisement
সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় দ্বিতীয় বারের মত বিপুল ভোটে বিজয়ী হয়েছে। বিভিন্ন কেন্দ্র, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী,এই আসনের দুইটি উপজেলা ও ১ টি পৌরসভার ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে হাজরা শহিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। সবকয়টি ভোট কেন্দ্রে এগিয়ে থেকে ১ লাখ ৭৮ হাজার ১ শত ৪৪ ভোট বেশি পেয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন শেখ তন্ময়।
এই নিয়ে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই আসনে ৩ লক্ষ ২০ হাজার ১৪১ টি ভোট এবং ৬ জন প্রার্থী ছিলেন।