Advertisement
আকন্দ সোহাগ:
দেশের বিশিষ্ট কবি, সাংবাদিক এবং বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং বিশিষ্ট নাট্যজন আসাদুল্লাহ ফারাজী পাচ্ছেন নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার ২০২৪ । জামালপুরের মাদারগঞ্জের তেঘরিয়া গ্রামে প্রতিষ্ঠিত মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ বছর থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে প্রথমবারের মত এই পুরস্কার দিতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক গীতি কবি মো.ওবায়দুর রহমান বেলাল। তিনি জানান,একুশে পদকপ্রাপ্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মাদারগঞ্জের চর নগর গ্রামে তার মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন । এবার তাঁর নামানুসারে মাদারগঞ্জের 'মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র' থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে । যাঁরা জাতীয় পর্যায়ে শিল্প সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখবেন প্রতি বছর তাদের মধ্য থেকে নির্বাচিতদের এই সন্মানে ভূষিত করা হ'বে ।এবার ২০২৪ সালে নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার এর জন্য নির্বাচিত করা হলো কবি ও গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং বিশিষ্ট নাট্যজন আসাদুল্লাহ ফারাজী'কে । ফেব্রুয়ারী মাসে আনুষ্ঠানিক ভাবে নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।