Advertisement
এস এম আদনান উদ্দিন :
পাবনায় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য আরশাদ আদনান রনি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের স্বাধীনতা চত্ত্বরে সহস্রাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পাবনা সদর পৌর ও উপজেলার নারী ও পুরুষের শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক রকিব হাসান টিপু, সদস্য রফিকুল ইসলাম রুমন, আনিসুজ্জামান দোলন, মুস্তাক আহমেদ আজাদ, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল,জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম রনি, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টি, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান, পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত, পাবনা পৌর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিম ইফতেখারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে সকালে পাবনা শহরের জুবলি ট্যাংক এলাকায় সহস্রাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।