Advertisement
আলমগীর কবীর হৃদয়, (জেলা প্রতিনিধি, পাবনা):
মাত্র দুদিন বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, তাই পাবনা ০৫ আসনে নৌকার মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স কে জয়ী করার লক্ষে নিজ ইউনিয়ন দোগাছীর বিভিন্ন গ্রাম, মহল্লা, ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিশ্রমী নেতা জনাব আজমত আলী বিশ্বাস। বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে খন্ড খন্ড মিটিংয়ে মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে নৌকাকে বিজয়ী করা যায়। তারই ধারাবাহিকতায় ৪ জানুয়ারী বৃহস্পতিবার দোগাছি ৬ নং ওয়ার্ডের নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি সবাইকে বলেন ৭ জানুয়ারি সবাইকে সজাগ থেকে সুন্দর পরিবেশ বজায় রেখে সবাইকে ভোটের মাঠে আসার জন্য উৎসাহ প্রদান করবে হবে। তিনি আরো বলেন, ৭ জানুয়ারি গোলাম ফারুক প্রিন্স কে পুনরায় এমপি নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা কে নৌকা উপহার দিবো ইনশাআল্লাহ।
উক্ত সভা পরিচালনা করেন দোগাছি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সভাপতি আব্দুল আলীম,এছাড়াও উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (৪,৫,৬) আব্দুস সাত্তার, দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (৪,৫,৬) মোহাম্মদ আলী সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।