lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-13T12:16:16Z
আইন ও অপরাধ

শাহজাদপুরে ব্যবসায়ীর উপরে হামলা, আসামির ছবি তোলার সময় সাংবাদিক লাঞ্ছিত

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু, সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের শাহজাদপুর আমলী আদালত চত্বরে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। 



বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) বিকালে শাহজাদপুর আমলী আদালত চত্বরে এই ঘটনা ঘটে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।



জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্লাব কমিটিকে কেন্দ্র করে ইব্রাহিম আলী নামের এক ব্যবসায়ীর উপরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আবদুল্লাহ আল মাসুম নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।



আহত ইব্রাহিম আলী উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে। সে উল্লাপাড়া ও সমেশপুরের আল-আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছে।



মামলা সূত্রে জানা যায়, গত ২০শে ডিসেম্বর ইব্রাহিম আলী ব্যাংকের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রজবালা পুরান পাড়ায় পৌঁছলে বেশ কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায়।



পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। আহত ইব্রাহিমের চাচা মোজাম্মেল হক পরদিন ৯জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন।



পরে শাহজাদপুর থানা পুলিশের অভিযানে মামলার এক নম্বর আসামি আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেফতার করে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।



পরে আদালত চত্বরে আসামির ছবি নেয়ার সময় তার দুলাভ বাবু নামের এক ব্যক্তি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এই ঘটনায় আদালত চত্বরে অবস্থানরত সাংবাদিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।