lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-08T14:06:11Z
জাতীয় নির্বাচন

নড়াইল-১ আসনে টানা চারবার বিজয়ী মুক্তি ও ২ আসনে ২য় বারে বিজয়ী মাশরাফি

Advertisement


রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি) নড়াইলঃ


জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বি এম কবিরুল হক মুক্তি প্রতিদ্বনদ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ৩০ হাজার ৪৫২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি টানা চারবার বিজয়ী হলেন। 



বিএম কবিরুল হক মুক্তি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মিল্টন মোল্যা লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৭৬৩ ভোট।



স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ঈগল প্রতীকে ৮৮১ ভোট,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম হাতুড়ী প্রতীকে ২ হাজার ১৯৭ ভোট,তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী সোনালি আঁশ প্রতীকে ৫৬৩,জাতীয় পার্টি (জেপি)’র শামীম আরা পারভীন বাইসাইকেল প্রতীকে ৫১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার মো.শাহাদাত হোসেন মাথাল প্রতীকে ১হাজার ৩১ ভোট পেয়েছেন।



স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থী স্বামী বি এম কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।



এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এ আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১১০।



জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী  রবিবার রাতে বেসরকারিভাবে নড়াইল-১ আসনে বি.এম. কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করেন।



অপর দিকে,  নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি ২য়বার বিজয়ী হলেন।



নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। সেখানে ১৪৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।



মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।



নড়াইল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। জানা গেছে, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির প্রতিদ্বন্দ্বী ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ৭ হাজার ৮৮৩ ভোট পেয়েছিলেন। মাশরাফি পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। 



বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জগ্রহণ করা এ ক্রিকেটার একসময় বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। মাশরাফির ডাক নাম 'কৌশিক'। ডানহাতি এ ব্যাটসম্যানের বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে অভিষেক হয় মাশরাফির। একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। এরপর একাধিকবার ইনজুরিতে পরে বার বার ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। এরপর দীর্ঘদিন ধরে খেলেছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচ। নির্বাচনে জয়ের পর মাশরাফিকে তাঁর নির্বাচনী এলাকার ভোটার ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং ভক্তরা মিষ্টি বিতরণ করেন।