lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-03T10:48:01Z
আইন অপরাধ

শার্শায় ৯ পিছ স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক

Advertisement


 

জহিরুল ইসলাম, যশোর সংবাদদাতা:-

যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের কালে এক কোটি ৭৯ হাজার টাকা মূল্যের নয় পিছ স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে(বিজিবি) সদস্যরা।


আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।


বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০২২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।


এ ব্যাপারে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান।