lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-14T05:24:03Z
আইন ও অপরাধ

নৌকার পক্ষে ভোট করায় নারী ইউপি সদস্যকে পিটিয়ে জখম

Advertisement


জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 


যশোরের ঝিকরগাছায় এক নারী ইউপি সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জানুয়ারি) গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য তানিয়া সুলতানা গঙ্গানন্দপুর ইউনিয়নের ১ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।



তিনি অভিযোগ করেন, ভোটের দিন স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর সাথে দত্তপাড়া স্কুল কেন্দ্রে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওই নারী ইউপি সদস্যের। সেই ঘটনার জেরে শনিবার সকালে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শুকুর মুনসির ছেলে হান্নান হোসেন, মান্নান হোসেন এবং পিয়ার হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাঁশ ও কোদাল দিয়ে তাকে আঘাত করে। এতে তার হাঁটুর নিচে কেটে গেছে। এছাড়া তার মাথায় ও কোমরের নিচে আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।



আহত ইউপি সদস্যের ছেলে শাকিল হোসেন জানান, তার মা নিজেদের ক্ষেত ট্রাক্টর দিয়ে চাষের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার উপর অতর্কিত হামলা করা হয়। বিষয়টা থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে লিখিত অভিযোগ করা হবে।



এদিকে ঘটনা জানার পরেই ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী ইউপি সদস্যকে দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।



ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনা শোনার পরই তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজা হয়েছে। তারা সকলেই পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।