Advertisement
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশের অভিযানে তিন প্রতারকচক্রকে আটক করা হয়েছে। ব্যাংকে টাকা গুনে দেওয়ার নামে প্রতারনা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে তাদেরকে আটক করা হয়।
গত শুক্রবার রাতে জেলার ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদারীপুরের শিবচর থানার মৃত- মফিজের ছেলে ফারুক মিয়া(৫০), ফরিদপুরের নগরকান্দা থানার মৃত- হোসেন মোল্যার ছেলে আ ঃরব মোল্যা(৬৯) ও মাদারীপুরের শিবচর থানার মৃত- লাল মিয়ার ফকিরের ছেলে মোঃ খোকন ফকির(৪৯)।
চরভদ্রাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার দানেচ ফকিরের ডাঙ্গী গ্রামের খালেদা বেগম(৪৫) সোনালী ব্যাংক চরভদ্রাসন শাখায় ১ লাখ ২ হাজার টাকা উত্তোলন করে কাউন্টারে টাকাগুলো গুনতে থাকে। এসময় উক্ত তিন প্রতারকচক্র তার কাছ থেকে ১ হাজার টাকার নোট দিয়ে ৫শ’ টাকার নোট নিবে বলে তার সঙ্গে থাকা টাকাগুলো গুনতে থাকে।
পরবর্তীতে প্রতারকচক্রের দল সব টাকা গুনে তাকে ১শ’ টাকার ৫০ টি ও ১ হাজার ১৪টি নোট তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে সমুদয় টাকা ভরে দেয়। পরে ভুক্তভোগী খালেদা বেগম বাড়িতে গিয়ে দেখে তার ব্যাগের মধ্যে মোট ১৯ হাজার টাকা রয়েছে।
এঘটনায় উক্ত ভুক্তভোগী তাৎক্ষনিকভাবে ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে ভুক্তভোগী এঘটনায় চরভদ্রাসন থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি প্রতরনামূলক ও বিশ^াসভঙ্গ করে অর্থ আতœসাতের অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে চরভদ্রাসন থানার এসআই মোর্সেদ, এসআই শাহিন মিয়া ও এএসআই আলী আকরাম এর একটি চৌকশ টিম ভাঙ্গা উপজেলা থেকে প্রতারকচক্রের তিন সদস্যকে আটকের পর তাদের কাছ থেকে আতœসাতের ৮৩ হাজার টাকা উদ্ধার করে আসামীদেরকে কোর্টে প্রেরন করেন।