Advertisement
আলমগীর কবীর হৃদয় (জেলা প্রতিনিধি, পাবনা):-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, আগামী ৭ জানুয়ারির নির্বাচন কে উৎসবমুখর ও অংশগ্রহণ মুলক করতে,পাবনা-৫ সদর আসনে শহরের বিভিন্ন স্থানে গোলাম ফারুক খন্দকার প্রিন্স'র নৌকা প্রতীক এর পক্ষে মানুষ কে ভোট দানে উৎসাহিত করে, এবার গণসংযোগ করছেন পাবনা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা তারা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী, পথচারী, যানবাহন শ্রমিক ও সাধারণ জনতার মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ এর পাশাপাশি পরিবারের সকল ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানাচ্ছেন।
নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করে পাবনা থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব আবুল কাশেম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সোনার বাংলা মা একাডেমির সভাপতি সাইদুর রহমান, মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি নৃত্য পরিচালক সুমন আলী, এ্যাটিউন ব্যান্ড এর পরিচালক মাহবুবুর আলম লিটন,ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী,আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা সদর থানার সভাপতি মাহফুজুর রহমান,নাট্যকর্মী গৌতম কুমার দাশ,কণ্ঠশিল্পী নূরুল ইসলাম বাউল, নৃত্য শিল্পী মিরাজুল ইসলাম সহ অনেকে। সাংস্কৃতিক কর্মীদের এমন নির্বাচনী গণসংযোগে খুশি সদর আসনের সাধারণ ভোটাররা।