lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-18T13:44:34Z
শিক্ষা

মাদারগঞ্জে জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম শ্রেণীর ২২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

Advertisement
ছবি : বাংলাদেশ প্রকাশ


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে  জাহিদ ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মত ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই এর মাধ্যমে ২২ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারী) সকালে পলিশা উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষে এ বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।



আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার সভাপতি মোঃ হেলাল উদ্দিন  এর সভাপতিত্বে ও অত্র সংস্থার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আজহারুল ইসলাম বিএসসি, মির্জা আজম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ইরফান, পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  সামিউল ইসলাম প্রমুখ। এ সময়  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মেধা তালিকায় বাছাইকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জাহিদ ফাউন্ডেশনের মূলমন্ত্র হলো স্রষ্টার সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার ইবাদত করা