Advertisement
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর ট্রাক মার্কার নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সাঘাটা উপজেলা উল্যাবাজার মুক্তিযোদ্ধা চত্বরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হতে থাকে।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল ফারুক আর্মির সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ফারজানা রাব্বী বুবলী। আরও বক্তব্য রাখেন, ড. ফেরদৌস রাব্বী, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন,জাফরুল আলম জুয়েল, সুজন মিয়া প্রমূখ।
জনসভায় বক্তারা আগামী ৭ তারিখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে একাত্মতা হয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।