lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-16T12:53:52Z
ব্রেকিং নিউজ

লালপুরে শীতবস্ত্র পেয়ে খুশি প্রতিবন্ধী শিক্ষার্থীরা

Advertisement


 


নাটোর জেলা প্রতিনিধি:

কম্বল আর নতুন সোয়েটার নিয়ে মিটি মিটি চোখে তাকিয়ে আছে প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ সাফিন। বাকশক্তি না থাকলেও চোখ ও হাতের ইশারাতেই বোঝা যায় মুখের মিষ্টি হাসি প্রমাণ করছে কনকনে শীতে উষ্ণতার আনন্দ। আর এমনই ১৩০ শিশুর মুখে প্রাণবন্ত হাসি ফুটিয়েছে জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

এসময় শারমিন আখতার বলেন, সামর্থ্য অনুযায়ী সকলে সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় বৃত্তবানরা  এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।

অন্যদিকে, গভীর রাতে উপজেলার আব্দুলপুর জংশন, আজিমনগর রেলওয়ে স্টেশন ও তার আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেছে ডু সামথিং ফাউন্ডেশনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান, জামিরুল ইসলাম, সজিবুল হৃদয়, তুষার ইমরান প্রমূখ।