lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-24T16:25:31Z
আইন ও অপরাধ

পত্রিকায় সংবাদ প্রকাশে মোবাইল কোর্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে বালু বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিরোনামে ২০ জানুয়ারি জাতীয় দৈনিক নয়া, দৈনিক সিলেট বানী পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।



এই সংবাদ প্রকাশের জেরে  দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামে অবৈধভাবে বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন বন্ধে বুধবার (২৪ জানুয়ারি) সন্ধায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রহিমের পাড়া গ্রামের তরিক আলী'র পুত্র ফজর আলীকে আটক করে



ভ্রাম্যমান আদালতের মাধমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলন করে সৃষ্টি হওয়া গর্ত ভরাট করবেন স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উদ্দিনসহ অভিযুক্ত ফজর আলী লিখিত দেন।



উল্লেখ্য,শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর নিকটবর্তী রহিমেরপাড়া গ্রামবাসী গ্রাম রক্ষা বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন বন্ধ করতে  মানববন্ধনের আয়োজন করে।



দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফজলে রাব্বানী জানান,ফসলী জমির মাটি কেটে পরিবেশ ধংশ্বকারী,সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।