Advertisement
ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:
শুক্রবার(২৬জানুয়ারি) বিকেল ৪ টাই টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড হতে শাহপরীরদ্বীপ পর্যন্ত ইয়ং স্ট্যান্ড ইন সোশাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে শীতের বস্ত্র কম্বল, খাবার বিতরণ করা হয় হয়মানসিক রোগীদের কাছে।যার মধ্যে ৩০টি কম্বল, ২০টি টি সার্ট, এবং ৩০টি খাবারের প্যাকেট,
সভাপতি মোঃ আবদুল্লাহ বলেন, যারা বস্ত্রবিহীন, অন্ন বিহীন তাদের কাছে আমাদের এই পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ রাসেল, আবসার হোসেন ও সাহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শিল। টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক এবং স্কাউটার বশির আহমেদ, প্রবাসী হামিদ ইস্কান্দার আব্বাস,টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রক্ষক, আনোয়ার, প্রমূখ।
উক্ত সংগঠনে আর্থিকভাবে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের মধে ব্যাংকার, প্রবাসী ভাইয়েরা, ইন্সুরেন্স, দোকানদার, এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।