Advertisement
✏ মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে দক্ষিণ অঞ্চলের কর্ণিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, ভেলাবাড়ী, বোহাইল ও কামালপুর এই ছয়টি ইউনিয়নের মুরুব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন আসন্ন সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মিঠু। এসময় আতাউর রহমান মিঠু উপস্থিত সকলকে বলেন, এই দক্ষিণ সারিয়াকান্দি থেকে আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে আমাকে সমর্থন করেন তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। আর যদি আপনাদের মনোনীত কোনো প্রার্থী থাকে তাহলে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আপনাদের মনোনীত প্রার্থীর সাথে থেকে ভোট করব। দক্ষিণ অঞ্চলের সকল ভোটার বৃন্দ সহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান মাননীয় সংসদ সদস্য আমাকে সমর্থন করবে এটা আমার বিশ্বাস। তিনি বলেন, দক্ষিণ সারিয়াকান্দির মানুষ অবহেলিত। এ থেকে বেরিয়ে আসতে আপনাদের এক মত প্রয়োজন। আপনারা ঐক্যবদ্ধ হলে আমি সামনে এগিয়ে যেতে পারব। তাই আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রয়োজন। ২৯ জানুয়ারি সোমবার বিকেলে মতবিনিময় সভায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে উপস্থিত মুরুব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বক্তব্যে রাখেন, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজীউল হক গাজী, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন্নবী হিরু, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম পুটু, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উল আল, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফকির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, ছাইহাটা ডিগ্রী কলেজ এর ভাইস প্রিন্সিপাল ফরহাদ হোসেন, রুমি খান, আব্দুর রউফ, রুহুল আমিন শ্যামল, আলমগীর হোসেন, মশিউর রহমান মিলন, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য রঞ্জু রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কামালপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হেলাল, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, আয়নাল শাহ, ফরিদ উদ্দিন, আ'লীগ নেতা মহিদুল ইসলাম, ভুলু মন্ডল, আসাদুল হক, আবুল কাশেম, লিটন, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান, হযরত আলী, সাইফুল ইসলাম ও তোফাজ্জল হোসেন মন্ডল সহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিয়ান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
বক্তারা ও আগত সুধী জন বৃন্দ এই দক্ষিণ সারিয়াকান্দি থেকে আতাউর রহমান মিঠু কে সমর্থন করেন এবং দলমত নির্বিশেষে পাশে থেকে নির্বাচন করার কথা জানান। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, কুতুবপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ডা: জাকির হোসেন।