Advertisement
মোঃ মজিবর রহমান শেখ:
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর ভবানীডাঙ্গী এলাকার বানু নামের এক কৃষকের গোয়ালঘর থেকে চুরি যাওয়া দু'টি গরু উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ। ঘটনার বিবরণ জানা যায়, সম্প্রতি গত ১৪ জানুয়ারী রোববার দিবাগত রাতে ঐ কৃষকের গরু চুরি হলে বাড়ির লোকজন ভোর সকালে টের পায়। তারা চুরি যাওয়া গরু বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে তারা জানতে পারেন যে তাদের চুরি যাওয়া গরু মধ্য ভান্ডারার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারী সোমবার রানীশংকৈল উপজেলার মধ্যভান্ডারা গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে গরু এগুলোকে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। এ সময় রানীশংকৈল থানার এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি লাল রঙের গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরু দুটির মধ্যে একটি বলদ ও বকনা বলে জানান, ঐ এসআই আশরাফুল ইসলাম। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে ঐ কৃষকের অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। অন্যথায় যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরুগুলো দিয়ে দেয়া হবে।