Advertisement
মহসিন রেজা দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে চরাঞ্চলের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রফেসর ডক্টর আহমদ খায়রুল হাসান। পিএইচডি গবেষক ও অতিরিক্ত উপপরিচালক (এল আর) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ডক্টর মাহফুজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মন্জুরুল কাদির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মোঃ আব্দুস সালাম, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা। কর্মশালায় উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ, উপ-সহকারী কৃষি অফিসারগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিগণ অংশ নেন।