lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-22T11:27:22Z
আইন ও অপরাধ

শার্শার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

Advertisement


বেনাপোল প্রতিনিধি:


দীর্ঘদিন ধরে পলাতক থাকা শার্শার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওহাব মিয়াকে আটক করেছে শার্শা থানা পুলিশ ও র‌্যাব।



রবিবার(২১জানুয়ারী) সন্ধায় ঢাকা জেলার সাভার হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ওহাব মিয়া শার্শার নাভারন রেলবাজার এলাকার মৃত বরকত উল্লাহর ছেলে।



সোমবার সকালে র‌্যাব-৬, সিপিসি-৩ বকচর যশোর অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন এক 'প্রেস রিলিজে' এ তথ্য জানিয়েছেন।



সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ১২ জুলাই বিপুল পরিমান ফেনসিডিলসহ ঢাকায় গ্রেফতার হয় ওহাব মিয়া।সেই সময় তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। সেই মামলায় আটক ওহাব মিয়ার যাবজ্জীবন সাজা হয়। ৫ মাস হাজতে থাকার পর জামিনে মুক্তি লাভ করে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে আসামি পলাতক ছিলেন। পরবর্তিতে শার্শা থানার চৌকস এসআই আনিস ও র‌্যাব-৬ এর নেতৃত্বে তাকে ঢাকার হেমায়েতপুর থেকে আটক করা হয়।



নাভারন সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান,আটক ওহাবকে আটকের পর শার্শা থানায় সৌপর্দ করে।পরবর্তি আটক আসামিকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।