Advertisement
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে কেনার তিনদিন পর শখের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাফিজ মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়িচালক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজ মণ্ডল গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মাওলার ছেলে। আহত চালকের নাম রুবেল মিয়া।নিহতের ভাতিজা রফিকুল ইসলাম মণ্ডল জানান, চাচা (মাফিজ মণ্ডল) তিন দিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কেনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন প্রাইভেটকার নিয়ে বাকি কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজে গেলে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ির জানালার কাচ ভেঙে মাফিজ মণ্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। চালক রুবেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় মাফিজ মণ্ডল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।