Advertisement
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) :
মানুষের কল্যাণে কাজ করতে চাই,আমি মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই৷ আমি নেতা নয়,নেতা হতেও আসিনি। আমি এসেছি মানুষের গোলাম হয়ে খেদমত করতে৷ এমনি বলছিলেন আর নিজের প্রচারনায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে দিন পার করছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ।
সোমবার (২২ জানুয়ারি) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ পরে কাটাখালি বাজারে কুশল বিনিময় তিনি।
নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,সবাই নির্বাচন আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়। নির্বাচিত হওয়ার পর সব ভুলে যায়। আমি প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি এসেছি অবহেলিত মানুষের অধিকার আদায়ে, সবার প্রাপ্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ফিরিয়ে দিয়ে দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে।
ভোটারদের উদ্দ্যেশে তিনি বলেন,ভোট একটি আমানত,এই ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয়ে খারাপ কাছ করলে ভোটদাতা এর ফল ভোগ করবে। আবার কেউ যদি ভালো কাজ করে তাহলেও ভোটদাতা এর ভালো ফল ভোগ করবেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজী নুর উদ্দিন, মাষ্টার খসরু মিয়া, আঃ শহীদ,সেজুল আহমদ,কামরুল ইসলাম,হেকমত মিয়া প্রমুখ।তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।