lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-06T08:58:56Z
রাজনীতি

সুনামগঞ্জে শিশু পরিবারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Advertisement


ইফতিয়াজ সুমন,  সুনামগঞ্জ প্রতিনিধি


‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ শিশু পরিবারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করে জেলা ছাত্রলীগ শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিখন আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ  শিশু পরিবারের ৭৫জন  শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী বিতরণ ও কেক কাটা হয়।  এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কাওসার আহমেদ, শেখ অলী, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপদপ্তর সম্পাদক সাদেক আহমেদ, উপ শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক হুমায়ুন রশিদ, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পলাশ রঞ্জন দাস, ইউসুফ আহমেদ, আল হাসান তুহিন, নয়ন আহমেদ, ফাহিম, প্রিতম, নাসিম আহমেদ, দূর্জয় তালুকদার, রাসেল আহমেদ, শাহআলম রিপন, জাহাঙ্গীর আলম, মুনতাসীর হাসান,আকেপ,রাজীব,তাওহীদ,আলাউর রাহমান প্রমুখ।



এসময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিখন আহমদ বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।