lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
Last Updated 2024-01-28T12:01:20Z
মাদক

রংপুরের গংগাচড়া থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল স্ক্যাফ সহ একজন গ্রেফতার"

Advertisement


 

রংপুর জেলা প্রতিনিধিঃ

 ২৮ জানুয়ারি রবিবার দুপুর  ১২ টা ৩০ মিনিটে  রংপুর জেলার গংগাচড়া থানার একটি চৌকশ টিম অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর এর নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় অফিসার ইনচার্জ গংগাচড়া মডেল থানা এর নেতৃত্বে  এস আই(নিঃ) মোঃ রেজায়ে রাব্বি মন্ডল সঙ্গীয় এএসআই মাকসুদার ও ফোর্সসহ গংগাচড়া থানাধীন লক্ষীটারি   ইউপি'র মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট করে ১৫০ বোতল কথিত মাদকদ্রব্য স্ক্যাফ সহ ০১জন মাদক কারবারিকে আটক করেন।


 আটককৃত মাদক কারবারি মোঃ মন্টু মিয়া (৪০) পিতা-  মৃত আবদার রহমান, সাং- উত্তর সিংগীমারি, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট  এর ব্যবহৃত একটি লাল রঙের ইজিবাইকের পিছনের সিটের ব্যাটারি রাখা বক্সের  নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় উদ্ধার করে বর্ণিত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।