Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্ধীতাকারী মোহাম্মদ আবু সালেহ'র স্ত্রী সমাজ সেবক লাইলী আক্তার লাকী। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজের স্বামীর দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।
লাইলী আক্তার লাকী একজন সফল ব্যবসায়ী তার নিজের অর্থায়নে উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন তিনি নিয়মিত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে প্রচারনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি তার নিজ এলাকা বাংলাবাজার ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন এমন ধারনা সাধারণ ভোটারদের।
লাইলী আক্তার লাকী একটি রাজনৈতিক পরিবারে জন্ম। তার স্বামীর পরিবারের রয়েছে বেশ সুনাম। পারিবারিক ঐতিহ্য আর তার স্বামী একজন রাজনীতিবিদ হিসেবে সমাজে রয়েছে তার বিশেষ পরিচিতি।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী লাইলী আক্তার লাকী জানান, আমি ও আমার স্বামী দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।
তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস।
নির্বাচিত হতে পারলে দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।