Advertisement
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক সহকারি প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা'র উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার ভোটকেন্দ্র (নং-৮০, প্রোগ্রামের কেন্দ্র নং- ২২৭) যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম(৫৫) কালীগঞ্জের জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপারের মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ডিউটি অফিসার এস আই নাসরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটি কর্পোরেশনের গাছা'র উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ হেলাল মিয়া, জানান, গত রাত ১১.৫০ টার দিকে কেন্দ্র কাজ করেছেন। তার স্ত্রী অসুস্থ তাই তিনি মানসিকভাবে খুব দুশ্চিন্তায় ছিলেন। পরে তিনি তার এক আত্মীয়র বাসায় যান। আজ সকালে ভোটকেন্দ্রে আসার পথে রিক্সায় স্ট্রোক করলে গাছা থানা পুলিশ উদ্ধার করে দ্রুত তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া সহকারী প্রিজাইডিং অফিসারের লাশ তার ছেলে হাসপাতাল থেকে নিয়ে গেছে।