Advertisement
✏ পঞ্চগড় প্রতিনিধি:
অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় তেতুলিয়া উপজেলার মাহিগছ গ্রামের অসহায় পাথর শ্রমিক মোঃ রাশেদ আলী, ও তার বোন মোছাঃ শেফালী বেগম, গত ০৬/১২/২০২২ ইং তারিখে তেতুঁলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে উপস্থিত হয়ে দানাগছ ,গ্ৰামের মৃত-বুধু ওরফে বুধু মোহাম্মদ এর মেয়ে মোছাঃ রেজাতুন নেছা, ভাই আজিকুল ইসলাম,মোঃ মফিজ উদ্দিন, এর নিকট হতে ৪৩৬০ নং সাব কবলা দলিলমুলে ১৪ শতক ও মোট ২ টি দলিলে ৩৭ শতক জমি ক্রয় করে।
ওই সময় জমিতে ধান চাষ থাকায় পরবর্তীতে ধান কেটে ক্রেতাকে জমি বুঝেয়ে দিবে বলে জানান জমির বিক্রেতা গন। কিন্তু ভাববার বিষয় জমির ধান কাটার পরেও জমি বুঝে দিচ্ছেন না বরং উল্টো তালবাহানা করছেন জমি বিক্রেতা রেজাতুন নেছা,তার ভাই আজিজুল ইসলাম,ও মোঃ মফিজ উদ্দিন। জমি ক্রেতা বার বার তাদেরকে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা করতেই থাকে। তাই জমি বিক্রেতার উপর আস্থা হারিয়ে জমি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন মহলে অভিযোগ করেও উপকার পাননি, কোনো সহযোগিতা পাননি ভুক্তভোগী মোঃ রাশেদ আলী।
তাই তার আকুল আবেদন তফসিল (ক), পঞ্চগড় তেতুলিয়া উপজেলাধীন মৌজা লোহাকাচী জেহেল নং ১৬,খতিয়ান নং ও এস এ ৬৩, দাগ নং ৮৫৪ ও ৮৬৪ দাগে ২৩ শতক রাশেদ আলীর ক্রয়-কৃত ও তফসিল (ক), পঞ্চগড় তেতুলিয়া উপজেলাধীন মৌজা লোহাকাচী , জেএল নং ১৬, খতিয়ান নং-এস এ ৬৩ ,দাগ নং - ৯৪৩ দাগে ১৪ শতক রাশেদ আলীর বোনের ক্রয়কৃত , মোট ২ টি তফসিলে ৩৭ শতক জমি দুই ভাই বোনের ক্রয়কৃত, এবং দখল বুঝে পাওয়ার দাবিতে রাশেদ আলী ও তার বোন শেফালী, বিনীত অনুরোধ জানান এ বিষয়ের কর্তৃপক্ষের কাছে।
কেননা সরকার কর্তৃপক্ষ বলেছেন কাগজ যার জমি তার তাহলে কেন তাদের ক্রয় কৃত জমির দখল না দিয়ে বিভিন্ন তালবাহানা করছেন জমি বিক্রেতা গন।