Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামে আগুনে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার চাল, ডাল, তেল, লবন, চিনি, মশলা সহ অন্যান্য সামগ্রীর প্যাকেট এবং কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার জানান,অতিশীঘ্রই রাষ্ট্রীয় ভাবে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।