lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-17T15:16:44Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে ২ ইটভাটার মালিকে ২ লাখ টাকা জরিমানা - BD Prokash

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ


ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২ ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি)  রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও) সামসুজ্জামান আসিফ। জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায়  জেএমকে ও ফোর স্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জেএমকে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক, মোঃ মাহাবুবুর রহমান বলেন ,নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে ২ ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।