lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-03T12:10:14Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে দুই হত্যাকান্ডের ঘটনা রহস্য উন্মোচন - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি:


পঞ্চগড়ে দুই হত্যাকান্ডের ঘটনার রহস্য উন্মোচন করা হলো, পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা পিপিএম এর  প্রেসবিফিং।   ৩০ হাজার টাকার পরকীয়া প্রেমিককে হত্যা অপর দিকে ইজিবাইক ছিনতাইয়ে ভাইয়েরাকে হত্যা করেন ভায়রা।



পঞ্চগড়ের পুলিশ সুপার এর সংবাদ সম্মেলন, মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে খুনী ভাড়া করে পঞ্চগড়ের সদর উপজলা কৃষক টাবুল বর্মনকে কুড়াল দিয়ে  এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেন পরকীয়া প্রেমিক ললিতা রানী অপরদিকে জেলার বোদা উপজেলায় ইজিবাইক ছিনতই এর জন্য ভায়রা ইজিবাইক চালক নুরুল ইসলামকে সহযোগীদের নিয়ে হাতপা বেধেঁ শ্বাসরোধে হত্যা করেন ভায়রা জালাল।



শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ে উদ্ধার হওয়া দুইটি মরদেহের হত্যাকান্ড নিয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।



এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, ডিবির ওসি মোজাফফর হোসেন, সদর থানাওসি প্রদীপ কুমার রায়, বোদা থানার ওসি মোজাম্মেল হক সহ পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এর আগে গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডেলোপাড়া এলাকার একটি আম বাগানের ড্রেন থেকে কৃষক টাবুল বর্মনের মরদেহ ও বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাওতালপাড়া ঘাট এলাকা থেকে হাতপা বাধাঁ অবস্থায় ইজিবাইক চালক নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।