Advertisement
✏ নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় উপকূলীয় এলাকার জেন্ডার ন্যায্যতা, ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে মহেশখালী উপজেলা হল রুমে অক্সফ্যামের আর্থিক সহয়োগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর বাস্তবায়নে শীর্ষক গণশুনানিতে ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় শুরুতে সংস্থা ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত উপস্থাপনায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার।
এতে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা মোঃ নাসিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, দাতা সংস্থা অক্সফ্যাম-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ইকবাল ফারুক, কোডেক এর প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান, প্রোগ্রামে বিটিএসের কক্সবাজার অফিসের প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান টিটু, ডিপিএম নাহিন জামান মৌরি ও ফ্যামিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার, মিফতা বিনতে ইউসুফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত'সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ মহেশখালীর উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে মহেশখালী দ্বীপ উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকার জেন্ডার ন্যায্যতা, ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।