Advertisement
✏ পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মোছাঃ নুর নেহার বানু, সুশিক্ষায় শিক্ষিত তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করে আসছেন। শুধু তাই নয় তার এলাকায় মানুষের আপদে-বিপদে বসে থাকেন নাই যতটুকু সম্ভব সাধ্যমত মানুষের সহযোগিতা করে থাকেন।
তার স্থানীয় ঠিকানা পঞ্চগড় পৌর শহরের কায়েতপাড়া এলাকায় স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন মোছাঃ নূর নেহার বানু, এর স্বামী মোঃ পাকশারুল ইসলাম, তিনিও ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ করে আসেন।
২০০৯ সাল থেকেই তিনি পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগ এর অন্তর্ভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বিবি এ-বি ২১৩৯ ঠাকুরগাঁও অঞ্চল ও নীলফামারী অঞ্চল দুই জেলার হাজার নয় সাল থেকে ১৮ সাল অব্দি প্রথমে ছিল কার্যকরী সদস্য তারপর সহ সভাপতি এবং ১৮ সাল থেকে এ পর্যন্ত অদ্যাবদি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। মোছাঃ নুর নেহার বানু, বর্তমান পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এছাড়াও তিনি পূর্বে মহিলা বিষয়ক সম্পাদক পঞ্চগড় সদর উপজেলা পঞ্চগড় ২০১২ থেকে ২২ সাল পর্যন্ত সু-সংগঠিত ভাবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এবং মুক্তিযুদ্ধ স্মৃতি সংসদ পঞ্চগড় এর সাবেক সহ-সভাপতি এর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি বেসরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানের সাথে শিক্ষকতা করছেন।
নুর নেহার বানু, মহামারী করোনা ভাইরাস এর সময় পঞ্চগড়ের প্রতিটি মানুষের বাড়ি গিয়ে মাক্স বিতরণ সহ নানা ধরনের সামগ্রী প্রদান করেন। এবং মানুষকে সাবধানে চলাফেরার পরামর্শ দেন। নুর নেহার বানু এবার সংরক্ষিত মহিলা আসন ১ পঞ্চগড় এ মনোনীত প্রত্যাশী তিনি পঞ্চগড়ের ছোট বড় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।
নূর নেহার বানু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন, নূর নেহার বানু বলেন পঞ্চগড় সংরক্ষিত মহিলা ১ আসনে বিজয়ী হলে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের নিঃস্বার্থ ভাবে সেবা করে যাবেন।
নূর নেহার বানু, এর ছোটবেলা থেকেই ইচ্ছা গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করা।