lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-28T05:49:03Z
আইন ও আদালত

ঝিনাইগাতীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড - BD Prokash

Advertisement


মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি : 


শেরপুরের ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কে অবৈধ স্থাপনা ও জনসাধারণের যাতায়াত বিঘ্নকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে মহাসড়ক আইন-২০২১ এর ৯ ও ১২ ধারা মোতাবেক মানিক এন্ড ফাল্গুনী স্টোরকে ৫ হাজার, রুবেল মিয়াকে ৫ হাজার, রাসেল মিয়াকে ২ হাজার, আব্দুল খালেককে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।



উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে  উপজেলার সদর বাজারের প্রধান সড়কের  পাশে অবৈধ স্থাপনা, সড়ক সংলগ্ন দোকানের মালামাল যত্রতত্র ভাবে রাখায় যানবাহনসহ ও জনসাধারণের যাতায়াত বিঘ্নকারীদের বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।