lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-01T14:30:24Z
আইন ও অপরাধ

রামগড় থানার অভিযানে ০৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার - BD Prokash

Advertisement

 

✏ মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ                                                                                                                  

খাগড়াছড়ির রামগড় থানার বিশেষ অভিযানে ০৩ পরোয়ানভুক্ত আসামীকে  গ্রেফতার করা হয়েছে।                                           

বৃহস্পতিবার ভোর রাতে রামগড় থানার চৌকস অফিসার এসআই মোঃ সামছুল আমীন ও মোহাম্মদ জাফর আলম সহ সংগীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া জিআর- ০১টি ও সিআর ০২টি সহ মোট ০৩টি পরোয়ানা। নারী ও শিশু মামলার পরোয়ানাভুক্ত  আসামী মোঃ সাইফুল ইসলাম (২৯), আরিফুল ইসলাম (২২) উভয় পিতা,আবুল কালাম,সাং-লামকুপাড়া ও জিআর মামলার পরোয়ানাভুক্ত মোঃআনোয়ার হোসেন (৩২), পিতা-আজহার মিয়া, সাং-বলিপাড়া গ্রেফতার করা হয়।



রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ছদ্মভাবে থাকে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।