Advertisement
✏ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
চাল ও ধান অবৈধভাবে মজুদ রাখায় গুদামঘর সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।গতরাত ৭ঃ৪৫ মিনিটে পোরশা উপজেলার নিতপুর বাজারে একট গুদাম মালিককে এ জরিমানা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে নিতপুর বাজারে অভিযান চালিয়ে গনির গুদামঘরে ৩৫ মেট্রিক টন ধান ও ৪০ মেট্রিক টন চিনিগুড়া চাল পাওয়া যায়। ঘটনা স্থলে গুদাম মালিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং ৩৫ মেট্রিক টন ধানের গুদাম সিলগালা করা হয়। তিন থেকে চার দিনের মধ্যে এ ধান খাদ্য বিভাগের কর্মকর্তা সহ নিত্যদিনের বাজার দরে বিক্রি করে গুদাম মালিককে দাম দেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।পরে লাইসেন্সবিহীন ৩৫ মেট্রিক টন চিনিগুড়া চালের ব্যাবসা পরিচালনা করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ও তিন দিনের মধ্যে লাইসেন্স করে তার মত করে বাজারে বিক্রি করার নির্দেশও প্রদান করা হয।
এ সময় মোবাইল কোর্টের নির্বাহী অফিসার, খাদ্য বিভাগের কর্মকর্তা ও আরো কর্মকর্তা সহ পুলিশ উপস্থিত ছিলেন।