lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-01T13:43:27Z
সড়ক দুর্ঘটনা

শাহজাদপুরে বাসচাপায় মা ও মেয়ের মৃত্যু আহত ৫ - BD Prokash

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু,(সিরাজগঞ্জ)প্রতিনিধি:


সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।



বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উপজেলার মাদলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সূত্রধরের স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাদের মেয়ে ইচ্ছামনি (৭)। আহতরা হলেন, সুধীন সূত্রধরের অপর মেয়ে কথা মনি (১৩), নিহত মিতু বিশ্বাসের বোন পলি বিশ্বাস (১৮), কাদাই বাদলা গ্রামের বাবলু মিস্ত্রির স্ত্রী অরুনা মিস্ত্রি (৫০), তার ছেলে সৌরভ মিস্ত্রি (২০) এবং অটোরিকশা চালক তাইমুল (২৫)।



হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, পাবনা থেকে শাহজাদপুরগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস মাদলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত এক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা মিতু বিশ্বাস। আহত হন অটোরিকশা চালকসহ আরও ৬ জন যাত্রী। স্থানীয়রা তাদের ‍উদ্ধার করে পোতাজিয়া ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে শিশু ইছামনি মারা যায়।



শাহজাদপুর থানার এসআই রঞ্জু মিয়া বলেন, আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। অপরজন পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।