Advertisement
আলী রেজা রাজু,ঢাকা উত্তর:
সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মদিনাতুল উলুম মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থা। বরাবরের মতো এবারো, ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায়, সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৬৩ জন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, খাতা, পেন্সিল, পেন্সিল কাটার, রাবার পেন্সিল ইত্যাদি। শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন সংস্থাটির আয়োজক বৃন্দরা।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হাফিজা আক্তার সাথী, কোষাধ্যক্ষ এইচ এম সাগর, সংস্থাটির সদস্য ও রাজধানী টেলিভিশনের সাংবাদিক জাকির হোসেন, মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক ও শিক্ষিকা সহ আরো অনেকে।
সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংস্থার সভাপতি হাফিজা আক্তার বলেন, আমাদের এ সংস্থা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আছে। ভবিষতেও আমরা এসব শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করব। আমরা সংস্থার পক্ষ থেকে বিগত ৪ বছর ধরে আমাদের সাধ্যমত বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতারন, শীতবস্ত্র বিতারণ, গরীব অসহায় মানুষের পাসে দাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম করে আসতেছি। আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে সমাজের সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।