lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
Last Updated 2024-02-04T15:30:15Z
আইন ও অপরাধ

যশোরে ৪২০০ পিছ ইয়াবা সহ নারী আটক - BD Prokash

Advertisement


জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 


যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন(২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত ওই নারী ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা।



আটকৃত ফিরোজা খাতুন যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসীম গাজীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ক্রয় করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।



র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, র‍্যাবের নিকট তথ্য ছিল যে একটি চক্র দীর্ঘদিন যাবত চট্রগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টুনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামি ফিরোজা খাতুন এই ইয়াবা চালানটি কুরিয়ার থেকে রিসিভ করতে এসেছিলেন।



তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আসামি ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।